এইযে তুমি ভালোবাসো
আবার দেখি শাসো
হালকা প্রেমে মাতাল করে
বাঁশের নিচে ঠাসো।


কখন তুমি হাশিখুসি
কখন মেজাজ চড়ে
হিসেব করে কথা বলি
কোনটা বুঝি ধরে!


এই দেখি ভালো মুডে
একটু পরেই ফোঁস
মান ভাঙ্গাতে তেল মারলে
উলটো আমার দোষ!


বাবুই সোনা টিয়া ময়না
পুরো পক্ষীকুল
কেট কিংবা ঐশ্বরিয়া
তাও ভাঙ্গেনা ভুল।


তুমিই কাটো তুমিই ঝাড়ো
তোমার কথাই সই
তোমার মাঝে আমায় বেচে
আমার আমি কই!


২৬ শ্রাবণ, ১৪২৬