সেদিন আমি দুপুরে দু গ্লাস পানি খেয়েছিলাম
যেদিন তোমার ফোনে শ'খানেক ফ্লেক্সি দিলাম ।


মায়ের দেওয়া "হরলিক্স আর ফল খাওয়া " টাকা মাস চারেক জমালাম ,
সব খরচ হল,যেদিন ঈদী হিসেবে তোমায় লেহেঙ্গা দিলাম।


বন্ধু থেকে মিনতি করে  হাজার দুয়েক  ধারিয়েছিলাম ,
জুনের তেরোতে জন্মদিনে তোমায় যেদিন ব্রেসলেট দিলাম ।


মাসের শুরুর দিকে মানিব্যাগ যখন ভরা যৌবনে ,
তোমার তখন চায়নিজে মন,মিষ্টি খেতে চাও মৌবনে ।


টিউশনীর মাস পুরে যাবার ডেট আমি ভুললেও তুমি জানতে ,
টাকা তুলে তোমার জন্য "যা কিছু মজার " তুমি বলতে আনতে ।


আমার ময়লা জিন্স বা সেইম টি শার্টে তোমার লাগতো মনোটনি ,
মাসের শেষে খাবার টাকায় আমার তখন টানাটানি ।


পিজ্জা হাট তোমার ফেভারিট আর আমার প্যালপিটেশন ,
প্রচুর জেদে আমি বাধ্য যেতে,ফিরতি রিক্সা ভাড়া নিয়ে টেনশন ।


আমি অনার্স ফাইনাল,তুমি ইন্টার ছাড়লে কেবল তখন ,
কাঁঠাল ভেঙ্গে খাওয়া বুদ্ধিতে তুমি এগিয়ে যোজন যোজন ।


তোমার ফোনের বিজি বা ওয়েটিং কিংবা  সুইচ অফ বাড়ছে তখন ,
অজানা শংকা ,"হারালে বুঝি " ভেবে মনে ভিষন দহন ।


ব্রিটিশ সিটিজেন পাত্র সে ছিল,তুমিও  পিতৃভক্ত কন্যা চরম
"ইম্পসিবল,ভুলে যাও আমায় " বলে তোমার ভিষন গরম।


ভাঙ্গা মনে আকাশ পানে চেয়ে সিগ্রেটের ধোঁয়া উড়ছে আমার ,
শুনলাম মাত্রই আকাশে উড়েছে ব্রিটিশ এয়ারওয়েজের বিমান তোমার ।