জীবন যেখানে যেভাবে পারছে
কষিয়ে মারছে ঘা ,
যখন যেদিকে যাচ্ছে মাথাটা
উল্টো দিকে পা ।


সকালে সাধের শোয়া ছেড়ে ওঠা
টেনে তুলি দেহখানি ,
সদা শংকায় সাদা হয় মুখ
তবুও ঘাড়ে তুলি ঘানি ।


প্রত্যহ প্রত্যুষে প্রতিজ্ঞা হয় স্থির
শক্ত করি মন ,
সন্যাস সেজে শান্তিতে রবো
অফিস থেকে আসে ফোন ।


মানবীকে মানি মানসিক চাপ
শান্তি ভীষণ একা,
প্রশান্ত পথে পায়চারী করি
হঠাৎ তোমার দেখা !


বিকেলে বন্ধু বলয়ে সিগ্রেট টেনে
তুঙ্গে যখন আসর ,
সেলফোনে সেঁজুতির সেকেলে ঝাড়ি
বাড়ি ফের অতিসত্বর !


কষ্ট করে কাঁচা শার্ট কেন ময়লা এমন
এভাবে চলেনা সংসার ,
ভানধরা ভাব ভাসাবে নদীতে
মা'র কাছে চায় প্রতিকার।


খুশিতে খাবারে খবর মাখিয়ে
খেতে শুরু করি যেই ,
রাতেই রিমোট রাস্তায় ছোঁড়ে
টিভি দেখা আর নেই ।


ঝগড়া ঝাড়ি ঝানু ঝগড়াটে হয়ে
ফলাফল ভাবি মজার ,
বাপের বাড়ি বাড়াবে পা কাল
সকালে দেয় লিস্ট বাজার !


তবুও তুমি তোমাকে আমার করে দিলে
ভালোবাসার নেই শেষ ,
মনে মাঝেমাঝে মন দিয়ে শুনি
আছিস তো ব্যাটা বেশ ।