হিসেব কষছো কি এখনো
কতখানি ভালোবেসেছিলে বা পেয়েছিলে ?
নিগ্রগ করেছি না আগ্রহ করিনি যা চেয়েছিলে !


হিসেব কষছো কি এখনো
ক'চিলতে হাসি নাকি কয় নদী জল ঝরিয়েছি ?
নি:স্বার্থ ভালবাসা নাকি খুঁচিয়ে রক্ত বইয়েছি !


হিসেব কষছো কি এখনো
শান্তির ঘুম নাকি কষ্টভরা পাহাড় রাত দিয়েছি ?
সামান্য না দিয়েও বিনিময় অনেক বেশী চেয়েছি !


হিসেব কষছো কি এখনো
আবেগী দৃষ্টি নাকি আগুনঝরা চাহনীতে পুড়িয়েছি ?
অনুরাগ নাকি সারাক্ষন তোমার বিরাগ কুড়িয়েছি !


হিসেব কষছো কি এখনো
হাত রেখে হাত স্পর্শ নাকি শক্তি দিয়ে মুচড়ে দিয়েছি ?
তোমার প্রেম সাদরে নিয়েছি না অবজ্ঞায় ছুঁড়েছি !


হিসেব কষছো কি এখনো
দুর্লভ ভেবে বুকে টেনেছি না সস্তা জেনে ছেড়ে দিয়েছি ?
বিশ্বাস অর্জন নাকি অবিশ্বাসের বাষ্পে বিষিয়ে দিয়েছি !


সহস্র নগদ-বাকী-খুচরো হিসেব চাইলে করাই যায় ,
দোষ দিয়ে নিজ সমর্থনে কারো মাথা ঝাঁকিয়ে নেওয়াই যায়,
কিন্তু লাভ কি বল ,দিনশেষে কারই বা কি আসে যায় ,
ঘৃনা ঝেড়ে অল্প যা প্রেম ছিল তাই ঝরে পড়ুক তোমায় আমায়,
দুজনের দাবানল আবার প্লাবিত হোক ঘন বরষায় !