স্মৃতির ডায়েরীতে ইঞ্চি পুরু ধুলোর স্তর
সজীব আবেগ সময় ব্যাবধানে নিরব নিথর।


হাতড়ে খুঁজি পুরনো প্রেমের পসরা আমি
যোজন ব্যবধানে কত দুরের মানুষ তুমি।


কাঁধে নির্ভার তোমার ঘুমন্ত মাথা পাতা
ঘোর বর্ষায় দুজনের খুনসুটি করা ছাতা ।


চলছে সময় বাড়ছে বয়স বেহায়া হচ্ছে মন
মার খেয়ে চলছে জীবন,চলবে হয়ত আজীবন।


ভুল ছিল বলেই তো ভাঙ্গনের শব্দ গর্জেছিলো
শত আর্তি সাথে বেশুমার অশ্রু ঝরেছিলো।


ডুবতে বসা আমি রশি পায়েও সাঁতরেছি
শেষ রক্ষা হয়ত হয়নি,বলছিনা পেরেছি।


স্বল্প কিছু অনুভুতি আর আধা বিস্মৃত স্বপন
দিনশেষে শুন্য আমার আজ ওগুলোই আপন।


ধ্বংস হবেই আগে জানিনি,হয়ত মানিওনি
চাওয়া পাওয়ার বিশাল ব্যবধান  আর ঘোচেনি।


কি আর করা বল,সব একজীবনে হয়না হতে নেই
তবু তুমি আমার মাঝে প্রথম দিনের প্রথম দেখার সেই।


ঘৃনা সহজ কিন্তু ভালোবাসাও কি তাই বলো ?
আগের সেই উত্তাল প্রেম তোমায় আজো রইলো ...