পড়ালেখার বাঁধা সিলেবাস
স্বাধীন ভাবে ভাবতে পারিনা ।


পরিবারে অনুশাসন
ইচ্ছেমত চলতে পারিনা ।


সমাজে প্রতিবন্ধক
ইচ্ছেমত বলতে পারিনা।


পথে বখাটের বাধা
বোন আমার চলতে পারেনা।


সন্ত্রাসের শকুন চোখ
বাপ আমার হাঁঠতে পারেনা।


প্রেমিকার নিয়মনীতি
যেদিক সেদিক তাকাতে পারিনা।


মাঠেঘাটে কথা বারন
মত প্রকাশ করতে পারিনা।


টিভি চ্যানেলে নীতিমালা
মোদ্দাকথা শুনতে পাইনা ।


তথাকথিত গণতন্ত্র
আমার ভোট দিতে পারিনা ।


ফেসবুকে ৫৭ ধারা
চাইলেই সব লিখতে পারিনা।


তবুও স্বাধীন ৪৩ বছর
বেহায়ার মত বলতে বাধেনা !


আমি নাকি স্বাধীনচেতা
ভাবতে একটু লজ্জাও লাগেনা !