সমুদ্র রক্ত ঢেলে
পাই স্বাধীনতা ।


সুযোগ পেলেই এখন
খাই স্বাধীনতা ।


বলবো আসল কথা
নাই স্বাধীনতা।


দেশ বেঁচে দালালেরা
পায় স্বাধীনতা ।


নিলামে তুলে বেচি
হায় স্বাধীনতা ।


সম্মানে বেঁচে থাকা
দায় স্বাধীনতা ।


স্বাভাবিক মরণের
নাই স্বাধীনতা ।


মেধার অপমানে
পাই স্বাধীনতা।


রাষ্ট্রের বুকে নাই
ঠাঁই স্বাধীনতা।


একপেশে ইতিহাসের
আছে স্বাধীনতা ।


গুম,খুন, ঘুষ আগে
পাছে স্বাধীনতা ।


চেতনাতে হারিয়ে
গ্যাছে স্বাধীনতা ।


বিজ্ঞাপন বেঁচছে
নারী স্বাধীনতা।


গরীব চুষে বাড়ি
গাড়ি স্বাধীনতা ।


নেশার ইয়াবা মদ
তাড়ি স্বাধীনতা ।


স্যাটেলাইটে সংস্কৃতি
নাশ স্বাধীনতা ।

পিস্তল ঠেকিয়ে
ত্রাস স্বাধীনতা।


শেষ হলে তবে শালা
খাস স্বাধীনতা ।


তুমি আমি আমরা
শুনি স্বাধীনতা ।


আমরাই খুন করে
খুনী স্বাধীনতা।


তবুও আশায় স্বপ্ন
বুনি স্বাধীনতা !


(২৯ অগ্রহায়ণ,১৪২১)