শুভকামনা
আগামীর অনাগত সুখের দিনগুলিতে ।
আরে পাগলী কাঁদো কেন ?
আমি তো জানি,তুমি নিরুপায়।


অভিনন্দন
তোমার জীবনসঙ্গি মানিয়েছে বেশ ।
কন্ঠ বাষ্পরুদ্ধ কেন রে ?
জানি,হঠাৎ আবেগী ঝড়ে এমনটা হয়।


অভিবাদন
ভয় নেই,এই ক'টা দিন
তোমার পতিপ্রেম বাড়বে,সঙ্গে আমাদের দুরত্বও
শুরুতে মানাতে একটু কষ্ট হয়ই ।


শুভেচ্ছা
শুভদিনের সুচনালগ্নে
বাসরের চ্যাপ্টা পাঁপড়ির মত
চেপ্টে যাক আমাদের অতীত,সব ঠিক হয়ে যাবে।


সুস্বাগতম  
মোমের হালকা আলোয় আনত মুখ
সুঠাম পুরুষের দুচোখে চিকচিকে আলো
অত:পর আমি ইতিহাস,একদম অন্য কেউ ।


ভালো থেকো
এই যা ! তোমার না গায়ে হলুদ ! ফোন রাখো
হলুদে পবিত্র হও,বিশুদ্ধ আলো ঝলমল
শুভবিদায়,হে প্রিয়তমা।