আমার ক্রনিক কষ্টগুলো
সিগ্রেটের সাদা ধোঁয়ায় ওড়েনা
তাই ওসব সাদা কাঠি টানিনা।


আমার অথৈ গভীরতা
সারাক্ষন সীমাহীন অস্থিরতা
পুচকে দু:খ থোড়াই কেয়ার ।


হলুদ বসন্ত,কদমের বর্ষা
লাল গোলাপ আমায় ছোঁয়না
অনেক কথায় অনুক্ত,বলা যায়না ।


ট্রাজেডী উপন্যাস বা বিরহ গান
বিবাগী বাতাস নয়ত উদাসী রাত
পাল্লা দিয়ে বাড়ে অন্তর্দহনের অনুপাত।


"তুমি","তোমায়","তোমার"
এসব শব্দ ছেঁটে দিয়েছি মন থেকে
অব্যবহৃত শব্দ লাভ কি রেখে ।


দু:খ পাওয়ার আবেশী নেশা
ঘিরে ধরেছে আমার চতুর্পাশ
শুধু শুধু কেন কার্বনে ভরা দীর্ঘশ্বাস !


গোল ভূগোলে কোথায় তুমি
জানার প্রয়োজন বোধ করিনা
অকারনে আধাশুষ্ক অশ্রু আর ঝরেনা।


এই দেখ,পেছনের কথা কেন বলি
জিন্স টি শার্ট-কালো সানগ্লাস,সামনে চলি
অভিযোজন হয়ে গেছে,অতীত ঝেড়ে ফেলি।