আমি তখনো পরিপক্ক হচ্ছি
যখন তুমি যৌবনের চুড়ায় ।


আমি যখন টংঘরে চা খাই
তুমি বাসর রাতের অন্ধকারে ।


আমি সিগারেটে স্বাধীনতা খুঁজি
তোমার হাতে বাচ্চার ডায়পার !


আমি জিন্স টিশার্টে বাউন্ডুলে
তুমি মাখো বলিরেখার ক্রিম ।


আমি মাত্রই গুছিয়ে উঠছি তখন
তোমার দু-তিনটা সিজারিয়ান !


আমি ওয়েডিং প্ল্যানার খুঁজছি
তোমার পার্সে তখন প্রেশারের বড়ি ।


তুমি আমি দুজনেই তখন পঁচিশ
ছিলাম স্বপ্নেঠাসা পাগল প্রেমী।


পঁচিশ পর্যন্ত তুমি পেখম মেলা পায়রা
আমি পয়ত্রিশ পেরিয়ে সবেই পুরুষ !


(১২ ই বৈশাখ,১৪২২)