আমি দৌড়েছিলাম
লুঙ্গি গেঞ্জি আর খালি পায়ে
রুদ্ধশ্বাসে ,মাথায় অশনি চিন্তা
-ভেঙ্গে পড়া কনক্রিটে মাথার ঘিলু
-ইটে থেঁতলে যাওয়া বুক
-দুই দেয়ালের চাপায় শ্বাসকষ্ট
-পেটের মাঝে গেঁথে যাওয়া রড
-বেঁচে গেলেও না খেয়ে মরা
-রক্ত-মাংস-গুড়ো হাড়-আর্তনাদ
আমি দৌড়েছিলাম
আমি বাঁচবো বলে
নিরাপদ হয়ে মনে হল বাবা-মা
ফোনে পেলাম তাদের,ভালো আছে।


কে জানি পাশে হাঁপাচ্ছে
পাশ ফিরে আমি অবাক !
আমরা তো একসাথেই শুয়ে ছিলাম!
ঘুমাচ্ছিলো ও,ডেকেছি কিন্তু জাগেনি
আমি তাকে রেখেই দৌড় !
ওর এখন শ্বাসকষ্ট হচ্ছে,
ভয় পেলে মেয়েটার এমন হয়
অথচ এইতো ক'দিন আগেই বলেছিলাম
দুজন একসাথে বাঁচবো,মরলে একসাথে !
বুকে টেনে নির্ভয় দিতে চাইলাম
কিন্তু ওর চোখে অবিশ্বাস !


দুর্যোগ থেকে আপাতত মুক্ত
আবার স্বাভাবিক সব
আমি আইপিএল দেখি,বউ "সাথ নিভানা সাথিয়া "
জীবন চলছে...
ভুমিকম্পে অবশ্য বিল্ডিং ফাটেনি,
কিন্তু আমাদের সম্পর্কটা ?