আমি আন্দোলিত হই
কলেজ ফেরত কিশোরীতে
অতি বিচলিত হই
ব্যাচমেট মেয়েটার চাহনীতে ।


আমি চোখে ঝাপসা দেখি
নারীকন্ঠে "ভাইয়া" শুনে
বিভোর হয়ে ভোর করি
"ও" কে নিয়ে স্বপ্ন বুনে ।


নিয়ম করে প্রেমে পড়ি
খাটাই মেধা আর মানিব্যাগ
ভেঙ্গে গেলে গড়ে নেই
নতুন কোন অনুরাগ ।


রাতে উনত্রিশ পয়সা ভ্যাটসহ
চার্জ শেষ হয় কথা নয়
প্রফেসর বকবকায় সাত সকালে
আমার জেগে থাকার অভিনয়।


ক্রিকেট দেখি ,জার্সি পড়ি
লিস্টে থাকে লা লিগা-ইপিএল
মাঝেমাঝে ট্রেন্ডি দেশপ্রেমে
বর্জন করি আইপিএল !


চলতি হাওয়ায় ভাসি
সোশ্যাল হই ফেসবুকে
দিবস এলে মানচিত্র,মিনার
আজিজের গেঞ্জির বুকে !


দেশ ডোবে দশ ডোবে
রাজপথে চালাই বাজাজ
কানে হেডফোন গোঁজা
আমি শালা যুবসমাজ !


(১০ই জৈষ্ঠ্য,১৪২২)