শহর তুমি ঘুমাও
আমি পুরো রাত পাহাড়া বসাবো
সময় ধরবো সারা রাত
হাতঘড়ি,ফোনঘড়ি,দেয়ালঘড়ি
বন্ধ থাকবে,খোলা শুধু আমি।


সাত বছরের শত স্মৃতি
হৃদয়ে গেঁথে বিক্ষত হবো
নেশা করবো দু ফোঁটা অশ্রু ফেলার
মনেমনে চষে বেড়াবো শহরের সীমানা ।


ছাপড়া দোকানে ধোঁয়ার চা
মৃদু আলোর চায়নীজ চাওমিন
জানুয়ারীর হিম বা এপ্রিলের তাপ
বসন্তের বায়ু অথবা বর্ষার নিম্নচাপ
বাদ যাবেনা বিন্দুবিসর্গ ।


বন্ধুবর্গ,চেনা গন্ধ,পরিচিত শতমুখ
হঠাৎ হারানোর উপক্রম আজ
সাইরেন বাজে বিদায় বলার
না গেলেই কি নয় !


শহর তুমি ঘুমাও সুস্থ প্রাণে
ইমার্জেন্সি গেট বা ট্রলির শব্দ হবেনা
আমার নিশ্চিন্ত ঘুমের ব্যাঘাত হবেনা
যেতে চাইনা ,
কিন্তু কেন ছাড়তে হয় !


শুভবিদায়ের সুচনার প্রতিধ্বনি শুনি...


(৩০ শ্রাবন,১৪২২)