চৈত্রের দগ্ধ দুপুরের মাদকতায়
শেষ বসন্তের সবুজ হাওয়ায়
অদ্ভুত অনুভুতি! প্রাণ বুঝি যায়
তুমি ছিলে বলে ।


পাশাপাশি সিটে বসা পাব্লিক বাস
পিঠোপিঠি বসে দেখা দুর আকাশ
হৃৎকম্পন,নতুন আগামীর আভাস
তুমি ছিলে বলে।


ছাতা গুটিয়ে ভেজা সলজ্জ বরষা
কথা বলার সময় ফুরোতো সহসা
আবেশে গেঁথে যাওয়া,কত ভরসা
তুমি ছিলে বলে ।


ফিরতি পথে ছোট ধাপে পা ফেলা
হাতে হাত চেপে খুনসুটি খেলা
ঘোরের মাঝে ঘুরপাক,নিশ্চিন্ত পথচলা
তুমি ছিলে বলে ।


তোমাকে তোমার ভাঙ্গাগড়া
হারাবোনা বলে আমার একলা লড়া
ভুল ভালোবাসা ছিলো? মনের কাঠগড়া
তুমি চলে গেলে...


(১ চৈত্র,১৪২২)