অর্থের বাস্তবতা বা অনর্থের অভিশাপ
পয়সা বা বিশুদ্ধ প্রেমের অনন্ত অভাব।
হঠাৎ হোচট কিংবা করে ভাঙ্গা শপথ
ময়লা জিন্স কিংবা চটি ঘষা রাজপথ।
ভর্তা-ভাজি গিলে স্বচ্ছলতার স্বপ্ন আঁকা
একের পিঠে আরেক দু:খ গেঁথে রাখা।
নিরাশার চারাগাছে হররোজ পানি ঢালা
আশার আগামী আসবে বলে গড়ায় বেলা ।
তোমার
"ভালোবাসি","বাসবো "
"পাশে আছি","থাকবো"
অথবা
ভেজা এলোচুল
চুলে গোঁজা লালফুল ,
বিলাসী পরাবাস্তবতা ।


আমার
মাথা বোঝাই বর্তমান
জীবনের করা অসম্মান
কিংবা
অন্ধকার চোরাগলি
ব্যর্থতার গালাগালি
নির্মম বাস্তবতা।


(৭ জৈষ্ঠ্য ১৪২৩)