নব্বইয়ের ভাবনাহীন শৈশব
কৈশর হৃদয়ে প্রেমের বৈভব
আজ সত্যিই নাই!


নীল-সাদা স্কুলড্রেস
সাত জনমের চেনা ফেস
আজ সত্যিই নাই !


জৈষ্ঠের যাদুময় জোছনা
পাড়ার ছোকড়াদের উন্মাদনা
আজ সত্যিই নাই!


ডিডি ওয়ানে রাতজাগা হিন্দি
সাউন্ড কমিয়ে দেখার ফন্দি
আজ সত্যিই নাই!


ফাটা মাটিতে ফসলের কসরত
ক্লান্ত কিষাণের বিড়ির ফুরসত
আজ সত্যিই নাই!


বেঞ্চে বা বাথরুমে কাব্য চর্চা
কিশোরী ক্লাসমেটে প্রেম খরচা
আজ সত্যিই নাই!


না নব্বই না শৈশব
না সেইদিন না সেইসব
না ভরসা না বরষা
না এখন না সহসা
আর আসবেনা ফেলে আসা দিন
কাতর আজ নস্টালজিয়ায় সীমাহীন !


(১৫ ভাদ্র,১৪১৪) ভাবনাহীন শৈশব
কৈশর হৃদয়ে প্রেমের বৈভব
আজ সত্যিই নাই!


নীল-সাদা স্কুলড্রেস
সাত জনমের চেনা ফেস
আজ সত্যিই নাই !


জৈষ্ঠের যাদুময় জোছনা
পাড়ার ছোকড়াদের উন্মাদনা
আজ সত্যিই নাই!


ডিডি ওয়ানে রাতজাগা হিন্দি
সাউন্ড কমিয়ে দেখার ফন্দি
আজ সত্যিই নাই!


ফাটা মাটিতে ফসলের কসরত
ক্লান্ত কিষাণের বিড়ির ফুরসত
আজ সত্যিই নাই!


বেঞ্চে বা বাথরুমে কাব্য চর্চা
কিশোরী ক্লাসমেটে প্রেম খরচা
আজ সত্যিই নাই!


না নব্বই না শৈশব
না সেইদিন না সেইসব
না ভরসা না বরষা
না এখন না সহসা
আর আসবেনা ফেলে আসা দিন
কাতর আজ নস্টালজিয়ায় সীমাহীন !


(১৫ ভাদ্র,১৪১৪)