কি ক্ষতি বলো
যদি থাকো পাশে,
কিছুটা অবিশ্বাসে যদিওবা দুরে যাও
ফিরে আসো দৃঢ় বিশ্বাসে।


হয়না বলো
পাশাপাশি বসে কিছু অভিমান,
বোঝা ভুল ভেঙ্গে
প্রেমে পুনর্বার ফেরে প্রাণ।


জানোই তো
জাগতিক অনুভুতির বাইরে আমরা নই
প্রায়ই তো দেখো
বেদনা ভেঙ্গেচুড়ে কি শক্তিতে এক হই!


তো? তাই বলে কি ,
ছুঁড়ে ফেলে-দুরে সরে-একা লড়ে বাঁচা যায় ?
জানোনা তুমি ,
তুমি আমি বিয়োগ বা বিভাজনে কত অসহায়!


আরে হ্যাঁ,জানিতো
এইতো ঠোঁটে তোমার মৃদু হাসি
বারেবারে বেহিসেবে বলি
তোমায় হাড়েহাড়ে ভালোবাসি,ভালোবাসি...


২৯ কার্তিক,১৪২৩