সোডিয়াম ল্যাম্প আর লোভের শহরে
মেকী মুখ আর মেকআপের মচ্ছবে
তুমি কী প্রথাবিরোধী ব্যতিক্রম?
নাকি শর্তহীন বিশ্বাসের বায়বীয় বলয়ে
তুমি আমার তৃতীয় দৃষ্টিভ্রম!


পাথুরে প্রতিবেশে নিত্যকার নিয়মে
শর্ত আর স্বার্থের সংকীর্ণ সময়ে
তোমার দিলে কী দরদের চাষ হয়?
ফেরারি মন ফ্যান্টাসি তে ফাঁসছে নাতো?
প্রণয় না শেষে হয় পরিণত অভিনয়!


সে যাকগে,
সব হারানোর হারার কী ভয়!
এবার হারবো তোমার হাতে,
আঙুল তবু উঠবে না আর
তোমার প্রতি অভিসম্পাতে।


শাহবাগ
২৪ পৌষ,১৪২৬।