মনের ডালপালা ধুইতে দিছি—
বিনিদ্র চোখে লেগে আছে তোমার প্রেম,
রাতের অন্ধকার শরীরে ভাসছে—
মেশকে আজীমের নব ঘ্রাণ,
সবেমাত্র পবিত্রতম শরাব পানের প্রস্তুতি নিচ্ছিলাম-
খোঁজে দেখি আমি নেই,
উত্তর থেকে দক্ষিণ,পূর্ব থেকে পশ্চিম—
কোথাও নেই,
তোমার এশকের তুফানে চূর্ণবিচূর্ণ আমি,
ডুবে গেছি প্রেমের ফেনিল দরিয়ায়,
দেহের প্রতি কোষে লেপ্টে আছে তাসবীর তাবাসসুম,
তরঙ্গায়িত তন্তুতে দোলছে আয়ুর কিশতি,
—ওহে!একবার থাকাও,
সব ঝড় থেমে যাবে,সব আগুন নিভে যাবে,
একবার কাছে টেনে নাও।