বর্ষা এলো বছর ঘুরে
.
বর্ষা এলো বছর ঘুরে
বৃষ্টি বাদল নিয়ে,
টাপুরটুপুর বৃষ্টি ঝরে—
সবকিছু দেয় ধুয়ে।
.
খাল-বিল,পুকুর-ডোবা
পানীতে ভরপুর,
কুলা ব্যাঙের ডাকাডাকি
তাল মিলানো সুর।
.
রাস্তাঘাট কাদায় মোড়া
বিচ্ছিরি পরিবেশ,
হাঁটা-চলা যায় না করা
অসুবিধে ক্লেশ।
.
যখন তখন বৃষ্টি হবার
থাকে ভিষণ ভয়,
ঘরের বাহির হলে সাথে—
ছাতা রাখতে হয়।
.
সাঁতার কাটা,ভেলায় চড়া—
মন মাতানো টান,
রিম ঝিম ঝিম ছন্দে ভরা
বৃষ্টি বধূর গান।