১৩.বিশ্বাস
দূরত্বে বাড়ে প্রেম; নিকটে অবহেলা—
ভেঙে গেলে বিশ্বাস বিঁধে বিষফলা।


১৪.কষ্ট
পৃথিবী এই তো যা— বড়-ই আর কত?
এরচে' বড় এবং গাঢ় কষ্ট আমার শত।


১৫.দূর্নীতি
মানুষ মারার মেশিন তৈরির ধান্ধা এবার বাদ দেন
চিকিৎসা আর স্বাস্থ্যসেবায় ভালো মতো হাত দেন


১৬.স্বপ্ন
লাগেনা ভালো দিনরজনী—দিলে জাগে স্বাদ
দেখবো তোমায়,মন ভরে-হে রাসূল মুহাম্মাদ!!


১৭.সুদিন
তীর ভেঙে ভেঙে রাত—যতই ঘনাক
একদা আঁধার ফেড়ে আসবে প্রভাত।


১৮.প্রতিদান
আঁধার য'দিন থাকে,থাকে চাঁদও ততোদিন—
বিপদ রূঢ় কঠিন হলে,আসে সুখও অমলিন।