১.জীবন
মৃত জীব জীবিত জীবের জীবন বাঁচায়
মাটি থাকে মধ্যভোগি স্বত্বার ভূমিকায়।
.
২.মরণ
হঠাৎ শুনো যদি "আমি নেই"—এই সংবাদ
পৌঁছে দিও কবরে মোর—পড়ে দুই আয়াত!
.
৩.উদারতা
বড় নদীর বড় মন— দিলও তাঁর বড়—
বুকে বয় ডিঙি-জাহাজ-খড়কুটো আরো।
.
৪.বিরহ
বুকের ভিতর ফ্রেম; ফ্রেমের ভিতর তুমি-
কী অনলে পুড়ছে সে বুক;আমিই শুধু জানি।
.
৫.অপেক্ষা
মনজুড়ে এক বিষণ্ণতা তৃষ্ণা কাতর চোখ—
এক জীবনে আর কী হবে তোমায় দেখার সুখ?
.
৬.সুখ
শুনে রাখো নদীনালা, শুনো পথঘাট—
এখনো আমার ঘরে আসেনি প্রভাত।