বাতাসের স্যাঁতস্যাঁতে শরীরে
আমি গোঁজে দিয়েছি প্রাগৈতিহাসিক প্রেম,
নির্ঘুম রাতে জোছনার জমিনে
চাষ করেছি বিরহ,
আকাশের খামে পাঠিয়ে দিয়েছি
স্মৃতির পাণ্ডুলিপি,
আমার পাথার সম না বলা কথা;
কেড়ে নিয়েছে সুরেলা পাখীর ঠোঁট,
অরণ্যের সদ্য ফোটা ফুলগুলো
অবারিত চেয়ে থেকেছে
আমার বিভ্রম চেহারায়,
তুমি সুযোগ পেলে -
বাতাসের শরীর ছুঁয়ে,
জোছনার ফসল তুলে,
আকাশের খাম খুলে,
পাখীর কূজন শুনে-
বুঝে নিতে পারো এই ধ্রুপদী প্রেম।