রোজ আমি আমার কতেক
ইচ্ছাকে নিরবে___গলা টিপে হত্যা করি।
সেই হিসাবে আমি একজন
খুনি।
কতেক কাক রাস্তায় মিছিল করে
আমার ফাঁসির দাবী জানালো,
রাস্তায় পাহারাদার কুকুরগুলো
মূলত আমার-ই পোষা,
মালিকের ঋণ শোধাতে কুকুরগুলো
হামলে পড়লো কাকদের উপর,
যার যার প্রাণ নিয়ে পালালো সবাই___বোকাদের দল।
রাজ্যজুড়ে প্রতিবাদের ঝড়,
গবেষক পিঁপড়াদের বিস্ফোরক মন্তব্য,
খোসাহীন কলাদের মানববন্ধন,
অন্তর্জালে কী-বোর্ডের নির্দিষ্ট কয়েকটি অক্ষরের বন্যা,
আর____
মিডিয়া পোকারা রিজিক মেপে মেপে সতর্ক নিউজে ব্যস্ত।
অবস্থা বেগতিক দেখে_____থাই ফুড রেখে ইয়ার কন্ডিশন চ্যাঞ্জ করলেন সভাসদ।
এক গুচ্ছ মাইক্রোফোন মুখের সামনে রেখে__ বললেন-"ফাঁসির রায় কার্যকর করা হবে।"
এবার রাজ্য নিরব।ক'দিন গেলো_________
কেউ আর খোঁজ নিলো না আমার।
আমি কিন্তু এখনো রোজ আমার কতেক ইচ্ছাকে
নিরবে _____গলা টিপে হত্যা করি।
আশ্চর্য! একজনও জানতে চায়নি আমি কেন খুনি হলাম।