কালো আমার প্রিয় রঙ—
দুঃখের ঘরবাড়ী কালো রঙের হয়ে থাকে,
আমাদের এক নেতা মারা গেলেন—
শোক প্রকাশ করা হলো কালো ব্যানারে,
একমাত্র চাচার কবরও গভীর কালো
আঁধারে মোড়ানো—এটাই নিয়ম,
সেখানে নূন্যতম একটা এ্যনার্জি বাল্বের
ব্যবস্থা করা গেলে ভালো হতো,
অমাবস্যার রাতে প্রকৃতিতে
অনেক ক্রিয়াকলাপ ঘটে—কালো রাত তাই,
এদেশেরও একটি কালো রাত আছে—
যে রাতের বুকে কান পাতলে,
শুধু কান্নার আওয়াজ শুনি,
শুনি স্বজনহারাদের আর্তচিৎকার—
যন্ত্রণার শরাবপায়ীদের গোঙানির স্বর,
দেখি পথঘাটে লেগে থাকা রক্তের দাগ—
মৃত্যুর বিভৎস উপত্যকা,
খুব কষ্ট পেলে; বলি, জীবনে অন্ধকার নেমে এসেছি, অন্ধকারের রঙও কিন্তু কালো—
কালো আমার প্রিয় রঙ—
সে আমার সব দুঃখ,কষ্ট আর যন্ত্রণার—
একমাত্র সঙ্গী।