অনেকেই কবিতা বুঝেনা-
কবিতা বুঝেনা ঘাটের মাঝি,
গ্রামের কৃষক,ফ্যাক্টরির শ্রমিক,
গরুর রাখাল,
অথচ তাদের লগি-বৈঠা,
লাঙল-জোয়াল,ছাতা-হাতা,
হ্যালমেট থেকে কবিতার জন্ম,
কবিতা বুঝেনা গাড়ীর চালক,
বিমানের পাইলট,দোকানের মুদি,
রিকসা চালক,
অথচ কবিতার সাথেই তাদের গৃহস্থালি,
কবিতা বুঝেনা ও বাড়ীর সবুরের মা,
ছোট বৌদি, বড় গিন্নি,
কী অদ্ভুত দেখো! কবিতা নামের
মেয়েটি ও কবিতা বুঝেনা,
শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী
অনেকেই আছে কবিতা বুঝেনা,
কবিতার সাথেই তো তাদের লুটোপুটি,
কবিতার গা হেলান দেয়া রাখাল,
পলিটিশ্যান,ইঞ্জিনিয়ার,দুধওয়ালা,
দারোয়ান,সংবাদকর্মী, পোস্টমাস্টার
ওরাও কবিতা বুঝে না,
অনুরূপ -
কবিতা বুঝেনা প্রেমিকা রুজিনা।