কবিতা তোমায় আজকে
দিলাম ছুটি
ঘুরে আসো আমার মায়ের
নরম হাতের রুটি।
আজকে তুমি ঘুরতে যেও
আমার বাল্যকাল
মায়ের কোলে পেশাব করে
ভেজানো টাওয়াল।
ঘুরে এসো খেলায় মজা
উত্তরের ঐ মাঠ
ঘুরতে যেও সকাল বেলার
মক্তবের ঐ পাঠ।
ঘুরে এসো আমের গাছে
ছুড়ে মারা ঢিল
সবাই মিলে পুতুল খেলা
দুয়ারে এঁটে খিল।
ঘুরে যেও স্কুল ফাঁকির
লুকিয়ে থাকা ঝোপ
পুকুর ঘাটে দস্যি ছেলের
সাঁতরানো আর ডুব।
ঘুরে এসো বর্ষা কালের
বৃষ্টি ভেজা গাঁ
কাদামাখা শরীর নিয়ে
করছি ইচ্ছে যা।
ঘুরতে যেও সন্ধ্যে বেলার
ঘরে ডুকার ভয়
আদরমাখা মায়ের শাসন
কি জানি কি হয়।