কথা ছিল অন্যরকম-
কথা ছিল লাল সবুজের
কবিতা লেখার,
কথা ছিল ছাপ্পান্ন হাজার বর্গমাইলের
একটি জমিন বানানোর,
কথা ছিল কৃষকের মুখে লেগে থাকা
হাসির চিত্র আঁকার,
কথা ছিল আমাদের অঙ্কুরগুলো
আমাদের মানচিত্র হবে,
কথা ছিল খেলে সবাই খাবো,
পরলে সবাই পরবো,
কথা ছিল বাঁচলে সবাই বাঁচবো,
মরলে সবাই মরবো,
কথা ছিল আমাদের মাথার উপরে
থাকবে খোলা আকাশ,
পায়ের নীচে রবে একটি-ই ভূ-খণ্ড,
কথা ছিলে আমাদের অস্ত্রগুলো
আমাদের আত্মরক্ষা,
আমাদের বিজ্ঞান আমাদের আধুনিকতা,
ফলাফলে আমরা দেখছি-
আমাদের পতাকা খামচে ধরেছে  শকুন,
আমাদের জমিনে দেওয়া হয়েছে
অসংখ্য সাম্প্রদায়িকতার আল,
কৃষকের মুখের হাসি গিলে খেয়েছে
সময়ের অক্টোপাস,
আমাদের অঙ্কুরগুলো পিষে ফেলছে
ভয়ানক দানব,
আমরা দেখেছি কারো মুখ থেকে
খসে পড়ে রুটি গোস্তের লালা,
কারো কাটে অনাহারে রাত দিন,
কারো পরনে থাকে জুতা-মোজা-স্যুট,
কেউ বিবস্ত্র,শীর্ণ পড়ে রয়,
আমাদের অস্ত্রগুলো ব্যবহৃত হয়
আমাদের মৃর্ত্যুর জন্যে,
আমাদের আধুনিকতা আমাদের -
পুড়িয়ে মারে,
আহ! আমরাতো চেয়েছিলাম
একটি বাসর রাত,
পেয়েছি সটান আঘাত।