আর কত খাবে? এবার থামো!
রাক্ষস তুমি,মায়া নেই কোনো,
তোমার বুকে নিত্য ঘুরেফিরে-
অসুর দানব কত দোর্দণ্ড শিরে;
উপাড়ি ফেল যত পিশাচ খুনি,
তুমি মা মোদের;তুমি মাতৃভূমি,
রাঘববোয়াল,ধর্ষক,মজুতদার
ধরে ফেল;দিওনা কোনো ছাড়,
একবার মা!খড়গ হাতে ওঠো-
আগল খোলে নব উদ্যমে ছুটো,
আসুক ফিরে সবুজ শ্যামল দিন
মিটিয়ে দিয়ে সহাস্রাব্দের ঋণ।