মিথ্যে কথা
মিথ্যে বলে ছোট্ট খোকা
মিথ্যে বলে মায়,
ঘরে থাকা বাবার মিথ্যে
সে যে বাসায় নায়।


মিথ্যে বলে ব্যবসায়ীরা
মিথ্যে বলে মুদি,
সবজিওয়ালা দাম বাড়িয়ে
মিথ্যে বাড়ায় রুজি।


ঋণ গ্রহীতা মিথ্যে বলে
চায় যে পেতে ছাড়,
পাওনাদারও মিথ্যে বলে-
'জরুরী দরকার'।


মোবাইল ফোনে সবচে' বেশী
মিথ্যে চলে ভাই,
রাস্তাঘাটে দোকানপাটে
মিথ্যে বলে যাই।


মিথ্যে বলে শিক্ষিতরা
গণ্ডমূর্খ সব,
বিশ্বজুড়ে চলছে দেখ
মিথ্যে কলরব।


ভুলেগেছি এই কথাটি
'মিথ্যা মহাপাপ',
মিথ্যে বলে মিথ্যে কলে
মিথ্যে দেখি খাব।