অভিযোগ


ভালোবাসি প্রভূ তোমায়
ভালোবাসার মূল্য দিও,
বেয়াদবি হয় যদি হোক
প্রয়োজনে শাস্তি দিও।
.
আমরা তোমার ভক্ত সবাই
তোমার পায়েই ঠেকাই মাথা,
তবে কেন আমরাই শুধু —
সইবো বলো— সকল ব্যথা?
.
যারা তোমার ধার ধারে না
তারা পরম সুখেই থাকে,
তাদের তরে তোমার কেন
এতো মায়া—কোন বিবেকে?
.
জানি প্রভূ, জানি এখন—
নেই যে আর খাটি মুমিন,
তবুও তো তোমার বাণী—
প্রচার করি বিশ্বজনীন।
.
তোমার নবীর উম্মত মোরা
সেই সুবাধে মাফ করিও,
পাপী বলে দূরে ঠেলি—
মোদের কভু না তাড়ায়ো।