পানী ছাড়া যায় না চলা
যায় না করা কাজ,
পানীর দ্বারাই সবুজ শ্যামল
প্রকৃতির এই সাজ।
.
কৃষক শ্রমিক কামার-কুমার
ময়রা মুদি জেলে,
পিউ পাপিয়া সবাই আছে
পানী আছে বলে।
.
কিন্তু এবার দুঃখের কথা
শুনবে নাকি ভাই,
সকল কিছুর কদর আছে
পানীর কদর নাই।
.
কলকারখানার বর্জ্য পড়ে
নষ্ট হচ্ছে জল,
নদীনালা শুকিয়ে কোথাও
হয়েছে অচল।
.
শহর গ্রামে হারিয়ে যাচ্ছে
তালাব পুকুর ঘাট,
দিনের পর দিন চলছে বেড়ে
পানীর এই ঝঞ্ঝাট।
.
টিওবয়েলে চুষছে মাটির
নীচের তাজা প্রাণ,
মেশিন কলের তড়িৎ বৃদ্ধি
বাড়াচ্ছে হয়রান।
.
খাল-বিল-নদী-নালা
তালাব পুকুর কূপ,
খনন কর, কদর কর
বাঁচবে ভবের রূপ।