পথিক, তুমি পথ হারিয়েছ।
পৃথিবীর পথে হাটতে হাটতে
তৈরী করেছ আরেক পৃথিবী,
তোমার পৃথিবীতে-
সূর্য আছে আলো নেই,
চন্দ্র আছে জ্যোৎস্না নেই,
আকাশ আছে শুভ্রতা নেই,
প্রকৃতি আছে সৌন্দর্য নেই।
তোমার আলো মদের পেয়ালায়,
তোমার জ্যোৎস্না নিষিদ্ধ আস্তানায়,
তোমার শুভ্রতা ষোড়শীর পঁচা লালসায়,
তোমার সৌন্দর্য পৃথিবীর তাবৎ অন্ধকারে,
তুমি রত্ন ভেবে আঙ্গারে পুড়ছো,
পথিক, তুমি পথ হারিয়েছ।