যে আমারে ফুলের বদল
দিয়েছে শুধু কাটা
সবুজ শ্যামল উদ্যান রেখে
দিয়েছে জোয়ার ভাটা
যে আমারে ক্রোধের বশে
ভেবেছে শুধু পর
সুযোগ পেলে খুব যতনে
আমি বাঁধি তার ঘর।
যে আমারে হিংসা রেষে
আগলে রাখে পথ
শত্রু ভেবে দিবানিশি
দিয়েছে শুধু ক্ষত
যে আমারে দম্ভভরে
ঘৃণ্যে বড় বেশী
আমি তারে উদার মনে
সদাই ভালোবাসি।