তোমাকে পাঠ করতে গিয়ে দেখি-
তোমার স্বরূপ,
শিশির ভর করে আসা সকাল,
সকাল ভর করে আসা দিন,
দিন ভর করে আসা মানুষের কোলাহল,
পত্র-পল্লবে ঢেকে থাকা পৃথিবী,
নদীর গহনা পরে থাকা জমিন,
জমিনের উপর ধবল আকাশ,
আকাশের শূণ্যতায় আটকে থাকা মেঘ।
.
তোমাকে ছুঁতে গিয়ে দেখি-
জ্যোৎস্না,চাঁদ আর তারাদের নিয়ে
মেতে উঠা ষোড়শী রাত,
রাতের দেহে ল্যাম্পপোস্টের নীচে
ঘুমিয়ে পড়া জাতির ভবিষ্যত,
ভবিষ্যতের দোহাই তোলা বুদ্ধিজীবী সাপ,
সাপের মতো বিষাক্ত পলিটিক্স।
.
তোমার দিকে থাকাতেই দেখি-
সবার উপরে মাথা উঁচু করে
দাঁড়িয়ে থাকা মিনার,
মিনারের মতো দণ্ডায়মান নিথর বিবেক,
বিবেকের আদালতে অবাধ্য কাক।
তোমাকে পাঠ করতে আবিষ্কার করে ফেলি-
লতাগুল্মের আগাছায় বন্দী হওয়া
অসহায় গাছ,
গাছের মতো বন্দী থাকা মানবতা,
মানবতার ঠিকাদার কতেক হাঙর,
আসলেই-
তুমি এক সম্মোহনী আছড়।