ক্ষুধা যার ভাই আর রোগ যার বোন
আছে যার কাছে নীল দুঃখের উপবন
অভাবের বাঁশ টিনে গড়া যার ঘর
শয়নে স্বপনে যে পোষে অনাদর
বেদনার পার্লারে সাজানো যে মুখ
অবহেলা গায়ে মেখে যায় যার যুগ
বিরহ অনলে পোড়ে হয়েছে যে ছাই
নিখিলের বুকে কোথা যার নাই ঠাঁই
কষ্ট গিলে খেয়ে সারে যে আহার
তাকে আর কী যাতনা দিবে উপহার?