যুগে যুগে বাংলা ভাষা রাখছে অবদান
চর্যাগীতি বাংলা ভাষার পুরোনো প্রমাণ।
এরপরেতে হলো শুরু ভাষার মধ্য যুগ
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে পাইবে তাহার রূপ।
দেবতা ছেড়ে মর্ত্যলোকে নামলেন কবিগণ
ঈশ্বরগুপ্ত চালিয়ে নিলেন যুগের সন্ধিক্ষণ।
বড় হলো ভাষার দেহ;পরলো নতুন জামা
নোবেলজয়ী হলো এবার বাংলা আমলনামা।
বিশ্বজুড়ে ছড়িয়ে আছে বাংলা ভাষার নাম
রক্ত দিয়ে রাখবো মোরা বাংলা ভাষার দাম।