আচ্ছা নীলা ভালবাসা কি শুধুই দেহের মাঝে দেহ ঢেলে দেয়া?
গাজী, মাসুদ, নিপেন-ওরা সবাই তোমাকে ভালবাসতো
-বাসতে তুমিও!
রিক্সা-বাস, ইউনিভার্সিটি ক্যাম্পাস, ক্যাফেটেরিয়া, মার্কেট
সবখানে তোমার অবাধ টেক কেয়ার-
কোন রঙ তোমার প্রিয়
কোন পারফিউমটা তোমাতে যায় ওরা বেশ ভাল জানে
ওরা জানে তোমার অর্ন্তবাসের দৈর্ঘ্য-প্রস্থ-পরিধিও!


নন ব্র্যান্ডের কিছুই পর না তুমি-
বিছানায় বাম পাশে শুতে পছন্দর কর
টুকটুকে লাল লিপস্টিক মাখা ঠোঁট কাঁপাতে কাঁপাতে তুমি
ভেজাও নষ্ট শরীর!


কান্নাকে তুমি প্রশ্রয় দাও না-
চোখের জলকে ঘেন্না কর রীতিমত!
তুমি কেঁদেছিলে সেইদিন:
যেদিন গাজী চষেছিল তোমার ঠোঁট-মুখ উদোম শরীর
অবশিষ্ট লজ্জা দিয়ে তুমি তাকে রুখতে চেয়েছিলে,
ভালবাসার দোহাই তোমাকে বাধ্য করল নরম হতে
তুমি বিশ্বাস করলে সে তোমার জীবন-মরণের সঙ্গী!


ভুল! পথ চলার জন্য-
পথিককে চালনার জন্য নয়!


কাজল আমাকে সব বলেছে-
মাঝরাতে ঘুমের ঘোরে তুমি কেঁদে কেঁদে উঠো
যাচ্ছে-তাই বল অইসব দেহলোভী বর্বরদের
বিছানা ছাড়তেই সব ভুলে যাও তুমি অবলীলায়-
আর কত ভুলবে?
আর কটা ভুল করবে তুমি?


তোমার বিশ্বাসকে আমি সরল বলবোনা,
নেহাত ঠুনকো বিশ্বাস তোমার!
দু’চারটে মন ভুলানো কথা বললেই তুমি তাকে ভালবাসা ভেবে বস
হাত ধরলেই আপন ভেবে বুকে বাঁধো
ধিক! তোমার এই ভালবাসাকে!
নিজেকে তুমি নিত্য লুকিয়ে চলছো লোকচক্ষু থেকে
পেরেছো কি নিজেকে নিজের কাছে লুকোতে
পার নি... ... ... পারবে না কোনদিন!


বলি, এতো সাহস কোথায় পাও তুমি?
বার বার ঘুরে দাঁড়াও নব উদ্যমে
নিজেকে আরেকটি ধ্বংস্তুপে নিয়ে যেতে-
.............................................
ফিরে আসতে তোমাকে বাধ্য করবো না আমি
অনুরোধও করব না একবার!
শুধু বলবো নিখাদ ভালবাসা নিয়ে
তোমার চলার পথে তোমার জন্য দাঁড়িয়ে আছে কেউ-


উত্তরা, ঢাকা
১৭/০৫/২০১৬ খ্রিস্টাব্দ।