পথে নেমেছি গো পথ হারা পাগল
তুমি ছিলে পাশে যতদনি
সুখ ছিল সীমাহীন
উষ্ণ ছিল আমার এ বাহুযুগল।
পথে নেমেছি গো পথ হারা পাগল।


সেই সে শিউলী মালা
খোঁপাতে জড়িয়ে বালা
প্রেমসুখে হাসিত
গরবে বুকে বাঁধিত
আমি সে সুখে ব্যাকুল হয়ে
ছুটতাম তারে লয়ে
হায় দিন কোথা গেল
এ জীবন এলোমেলো
আজ আর হয় না তার সাথে আমার
নিত্য মালা বদল।।


অমানিশা শেষে চাঁদ
ফিরে আবার আসে
আপন ভূবন মাতায়
নতুন আলোয় হেসে
সে যদি আসতো
আবার আমায় ডাকতো
তার আঁচলে মুছে নিতাম
আমার দু’চোখের জল।।


উত্তরা, ঢাকা
১৭/০২/২০১৬ খ্রিস্টাব্দ।