হে তরুন! তুমি কি জানো না?
তোমাকে নিয়ে আগামির পথ চলা।
তোমাকে নিয়ে কতো যে আশা আকাঙ্খা,
দেশ ও জাতির চাওয়া পাওয়া।
তুমি আজ কেন মাদকে আশক্ত?
মাদক সে'তো তোমায় করিবে ধ্বংশ।
যুবক তুমি ছেড়ে দাও মাদক নেশা,
মাদকের নেশায় নিজের বুকে চালাও ছুরি,
রাস্তা-ঘাটে করো হায়জাকি।
বাবা-মাকে পাশে ফেলে,
টাকা না দেওয়ার তরে,
করে ফেলো খুন খারাবি।
যুবক তুমি স্বাধীনচেতা
কেন পা দিয়েছো সর্বনাশী পথে,
আজো সময় আছে চলে এসো আলোময়,
উজ্জল ভবিষ্যতের পথে।
দেশ ও জাতি তোমার ফিরে আসার,
অপেক্ষার প্রহর গুনে।