সকালের সূর্যটা এখনো ওঠেনি জেগে,
ঘন কুয়াশার চাদরে আছে ডেকে।
চারদিক ঘোর অন্ধকার কুয়াশার নিশি।
কিছুটা সময় পর সূর্যটা দিবে উকি,
প্রভাতে মিলবে আলোর ফেরি।
কিছুটা সময় যখন সবাই আসে রোদ পোহাতে,
তখন মানুষের মুখে, হাজারো আলাপন ভাসে।
রোদ পোহাবার পর নেমে যায় মাঠে।
মাঠ থেকে চলে আসে কান্ত শ্রমিক,
ভর দুপুরে খাদ্যের সন্ধানে।
খাওয়া শেষে শ্রমিক ফিরে যায় মাঠে,
আসরের আজানের পর শ্রমিক তার কাজ গোছানোর পথে,
কারন সন্ধা হলেই নেমে আসে প্রকৃতির ছায়া।
চারদিকে অন্ধকারের ছোয়া,
নেই কোন শহরের মতো বিদ্যুৎ ব্যবস্থা।
কুপি বাতি আর হারিকেন হলো সন্ধার সাথি,
কুপি বাতি এই এলাকার ছেলেপেলেদের,
পড়াশোনার একমাত্র সাথি।
চারদিক ঘোর অন্ধকারে, সবাই ফিরে ঘরে।
সবাই যায় ঘুমের দেশে হাজারো স্বপ্ন দেখে,
ফজরের আজান আর পাখির কলকাকলিতে,
ঘুম চলে যায় কোন এক অজানা স্বপ্নের দেশে।