কোন এক শীতের প্রভাতে,
হেটে চলি শহরের কোন এক চেনা প্রাঙ্গনে,
চিরচেনা ব্রহ্মপুত্রের পাড়ে,
জয়নুল স্মৃতি বিজরিত স্থানে।
একঝাঁক শঙ্খ চিলের উড়াউড়ি,
উড়ছে নিয়ে নিজের আপন গতি।
দেখা মিলছে সরিষা ক্ষেতের রঙিন খেলা,
ফুলের রেণুতে ভেসে আসা
মৌমাছির শু শু শব্দে,
মন যে আজ মাতোয়ারা।
দূর ঐ আকাশে কুয়াশার আড়ালে,
মেঘ গুলো ভাসছে আপন মনে।
তুমি যদি থাকতে পাশে
কত যে উচ্ছ্বসিত আনন্দ,
করিতাম দুজনা মিলে।