সব্যসাচী জামান
৩১/০৩/২০২১ খ্রিঃ


একটি তারা
অনেক দূরে,
অনেক কালের
আকাশ জুড়ে।


একটি পাখি
আঁধার বনে,
ছোট্ট নীড়ের
স্বপন বুনে।


আলো আঁধারীর
এমন খেলায়,
যায় যে বেলা
হেলায় হেলায়।


একটি চোখ
হৃদয়ের দেয়াল ঘেঁষে,
বিরহী ফুলের
শিশির হয়ে হাসে।


অস্ত রবির
করুন রাগে,
কোন বেহুঁশের
হুঁশ জাগে!