তোমার দিগন্ত সীমাহীন, বিস্তীর্ণ
সবুজে ঘেরা, সেথায়
বাহারি সব প্রজাপতির মেলা।
আমার শুধু একলা আকাশ, বিষন্ন
মেঘে ঢাকা, যেথায়
ক্ষয়ে যায় প্রয়াতঃ নদীর বেলা।

কেমন করে হবে দেখা?

যখন তোমার মুখর প্রাসাদ,
তখন আমার চিলেকোঠার সাধ।
তোমার ধ্রুপদী গীতে
সুরের ঐকতান,
আমার বেহালায় ঝরে
ব্যথিত পাখির গান।

মিলবো কিভাবে, সখা?

আমি বিচলিত
তুমি অবারিত
স্পন্দন অফুরান,
তোমার দৃষ্টি অসীম
আমার ব্যপ্তি সসীম
আসমান জমিন ব্যবধান।

তবু সেই নষ্ট দুপুরের
অপূর্ন এক চুম্বন জেগে থাকে
কত পরাস্ত রাতের বাসনায়।।