সব্যসাচী জামান
২৯/১২/২০২০ খ্রি:।


মৌমিতা,
কতদিন পাইনা তোমারে
এই শিশির ভেংগে চলা
স্বপন ডাংগার মেঠো পথে!
সান বাঁধানো ঘাটে মুখর বিকেলে কত
যুগ দেখিনা তোমায়।
সাঁঝ আকাশের সব পাখির গান মুছে গেলে
আমাদেরও প্রস্থান অনিবার্য হয়।
মৌনতা ভালোবেসে আধেক রাত কি ভেসে যায় তোমার?
বেলকোনির ইজি চেয়ারে?
দ্যাখো মিতা, অপরিসীম অন্তর্দহনে পুড়ে গেছে
আমাদের সবকটা শব্দের সিঁড়ি;
আধ পোড়া শব্দমালা তাই সঞ্চয়িতা হয়ে ওঠেনা, আর।  
সীমাহীন আঁধার পেরিয়ে নির্বাক আমাদের
আঁখিযুগোল এক নিষিদ্ধ মিলনের আকুতি নিয়ে জেগে থাকে রাত্রির প্রহরায়।
এর ফাকে আধপেটা কিছু অনুজীব কুড়ে খায় মগজের নিউরন।
মস্তিস্কশূণ্য করোটী নিয়ে বেঁচে থাকার নাম
ভালোবাসা নয়, মিতা।