06/07/2017


নরম নরম কবিতার আস্তরণ ভেদ করে তোমার বঙ্কিম দৃষ্টি আমার উদোম বক্ষ বিদীর্ণ করে বারংবার।
তোমার ধারালো চোখে তবু -
তৃষিতের মত মধু খুঁজি পুনঃ বার।
জোনাকি রাত গলে যায় তোমার আঁখি দহনে।
তবু মিলনের মোহনায় এসে কি চাও, নারী!
দেখ নাকি! কিশোরী রাত আসেনা আগের মত,
মেঘেরা খেলে না লুকোচুরি আষাঢ়ী পূর্ণিমায়।
আধেক জীবন ফুরিয়েছে পুতুল বেলার দিন চেয়ে..........
বধূ! আর কত একলা দুপুর, সিঁদুর রাঙা সাঁঝ
তোমার চাই।
আমি তো হারায়েছি হাজার রাঙা সকাল,
শতাব্দী জাগা ভোর।
এবার ফিরে এসো কৈশোরের আবির ধোয়া দিনে-
হাতে হাত এক ছুটে চলো, চলে যাই দিগন্তের ওপারে।।