১১/১০/২০২০ খ্রি:, রবিবার।


তোমাতে ভিজবো না আর
এই করি পন ক্ষণে ক্ষণে শতবার।
অতঃপর একদা দীঘল
বৃক্ষ বেয়ে সাঁঝ নেমে আসে
এবং কষ্টের পাখিরা নীড়ে ফেরে-
বলে, আর কত?
ভুল করে কখনো বিষন্নতার জ্যোৎস্না
ডুবে গেলে কিংবা আচমকা কোন রাত
অকাল পূর্ণিমায় ছেয়ে গেলে
হৃদয়ের সব কার্নিশ জুড়ে তুমি ভালোবাসো,
ডাকো চোখের মায়ায়-
আর আমি রুদ্ধশ্বাস ছুটে যাই কোপেলবার্গের
অনাবিল সম্মোহনে।
তখন ওয়েজারের স্রোতে ভাসে দোহের বিলুপ্ত আকাশ।
কেবল অবেলায় অধর ছুঁয়ে দিলেই কি মৃত্যু
ভুলে যায় পুরুষ,
সব পুরুষ!!