শুন্য কুটিরে আমি আজ একা
এই রাত, অন্ধকার, আর আমি
এখানে জোনাকি নেই
আছে ঘুনপোকার কাঠে নঁকশা কাটার শব্দ
আর আমি


এখানে আমি, আর কিছু হাহাকার
আর আছে রাত, নির্ঘুম মুহুর্তগুলো
এখানে আমি আছি
আর কিছু স্মৃতিও


আমি আর কিছু পুরনো স্মৃতি
গলাগলি করি এখানে
একটা লাইটার,
ফুরিয়ে আসা সিগারেটের প্যাকেট
দুটো লাল চোখ,
আর বুকের একপাশে চিনচিনে ব্যথা
ভয় নেই, আমি ভালো আছি।


তুমি ভালো থেকো,
আচ্ছা, তুমিও কি রাত জাগো?