আমি না হয় আকাশ হব
মাঝ দুপুরের কালো মেয়েটির ভাবনা হব
দূর পাহাড়ের স্বপ্নগুলো আমার হবে
রাত দুপুরের কষ্টগুলো ভাসবে জলে
পদ্মপুকুর অবগাহন মাঝদুপুরে
জীব ও জড়ের ভৌত পুরীর এই জগতে
আমি না হয় পথ হারানো পথিক হব
কাক চিলেদের ছন্নছাড়া জীবন হব।


দূর পাহাড়ের নদীর শেষে বাঁক থাকে যে
সেই বাঁকেরই আমি না হয় অংশ হবো
আমার সকল প্রহর কাটে ব্যস্ততাতে
তাই বলে কি হারাই আমি নিজ আমাকে
এই শহরের ব্যস্ততাতো নিত্ত্য নতুন
তারাই যেন নেই এখন আর আগের মতন।


প্রহর শেষে আমিও ভাবি পাল্টে যাবো
কালো মেয়ের স্বপ্নে কোন পুরুষ হবো
জবা ফুলের লালচে আলোয় সৃষ্টি হবো
পথের পাশে দিনের শেষে অজানা এক ফুলের গন্ধে
মাতাল হয়ে আকাশ ছোঁব।


সফেদ বিহঙ্গ