কত কিছুইতো দেখার ছিল
কত কিছুইতো দেখা হলো এ এক জীবনে।


অনুভূতির একেবারে কাছে গিয়ে ফিরে আসা
বাস্তবতার চরম নিরিখে গিয়ে
স্বপ্নকে অস্বীকার করা
সেওতো এ জীবনেই ঘটে গেলো।


নিজ হাতে মিছে স্বপ্নের গলা টিপে ধরা
কঠিন বাস্তবতাকে টেনে আনা আর তাতেই বাস করা
জীবনকে মুঠোর মধ্যে টেনে এনে তাকে গভীরভাবে দেখা।


জীবনের টানাপড়েন সহজাত রীতি
মাঝে মাঝে প্রবলভাবে হাসায় কাঁদায়ও মাঝে মাঝে।
এটাই জীবনের নীতি কঠিন বাস্তবিক রীতি।


স্বপ্ন স্বপ্নই হয়ে থাক
তাকে বাস্তবতার রূপ দিতে গেলে
তা আর স্বপ্ন থাকবে না কঠিন বাস্তব হয়ে যাবে
তখন তাকে মেনে নিতে আর হয়ত ভাল লাগবে না
তাই স্বপ্ন তোমাকে বিদায়।


সফেদ বিহঙ্গ